অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত জঙ্গী অনুপ্রবেশ বাড়ছেই: এন আই এ


পশ্চিমবঙ্গে, ভারত বাংলাদেশের বসির হাট সীমান্তের বেশ কিছু অরক্ষিত অংশ যে দেশের অভ্যন্তরীন নিরাপত্তার পক্ষে বিপদ হয়ে দাড়াচ্ছে তা জানিয়ে দিল্লীতে রির্পোট পাঠাল ন্যাশনাল ইনভেষ্টিগেশন এজেন্সী-এন আই এ।

ঐ রির্পোটে বলা হয়েছে, অবৈধ ভাবে ভারতে ঢোকা ভিনদেশী নাগরিকদের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। এখানে বসে তারা ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে এবং নাশকতার পরিকল্পনা করছে বলেও খবর।

এন আই এ'র দেওয়া এই রির্পোটের পরিপ্রেক্ষিতে রাজ্য গোয়েন্দা দপতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও রাজ্য গোয়েন্দাদপ্তরের এক কর্তার কথায়, এই খবর তারা আগেই পেয়ে ছিলেন এবং এই নিয়ে বিস্তারিত তথ্য আগেই দিল্লীতে পাঠানো হয়েছে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG