অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে লোকসভার নতুন স্পিকার ওম বিড়লা


রাজস্থানের বিজেপি সাংসদ ওম বিড়লা আজ ভারতের সপ্তদশ লোকসভায় স্পিকার নির্বাচিত হয়েছেন।

গতকালই ভারতীয় জনতা পার্টি লোকসভার স্পিকার পদে ওম বিড়লাকে মনোনীত করেছিল। আজ সকালে লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর বিজেপি দলনেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নাম প্রস্তাব করেন। কেউ তাতে আপত্তি না করায় সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব ধ্বনিভোটে পাশ হয় যায়।

একদা আরএসএস সদস্য ওম বিড়লা রাজস্থানের কোটা-বুন্দি কেন্দ্র থেকে পর পর দু'বার লোকসভা নির্বাচনে জয়ী হলেও সাংসদ হিসেবে তাঁর অভিজ্ঞতা কম। তবে দীর্ঘ দিনের সাংগঠনিক অভিজ্ঞতার অভাব নেই। মৃদুভাষী স্মিত হাসিমুখের এই মানুষটিকে লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের জায়গায় মেনে নিতে বিরোধীদের অসুবিধা হয়নি।

কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, আশা করা যায় নতুন স্পিকার সব দলের সদস্যদের সমান দৃষ্টিতে দেখবেন। সংসদে তিনি কোন ধর্মীয় স্লোগান দিতে দেবেন না।

ওম বিড়লা জানান, প্রত্যেক সদস্য যাতে লোকসভায় বক্তব্য পেশ করতে পারেন, তিনি দেখবেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG