অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মারা গেছেন


ভারতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত আজ মারা গিয়েছেন।দিল্লিতে কংগ্রেসের মুখ বলতে এক সময় শীলা দীক্ষিতকেই বোঝাতো। ১৯৯৮ সাল থেকে ২০১৩, টানা ১৫ বছর তিন দফায় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, দীর্ঘতম কাল ধরে। বহু জনহিতকর কাজের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে। পুরনো গাড়ি বাতিল করে, ডিজেলের বদলে সিএনজি বাস চালু করে ভারতের সবচেয়ে দূষিত শহরের তকমা থেকে রাজধানী দিল্লিকে মুক্তি দিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তাও অশীতিপর কংগ্রেস নেত্রী এবারের লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের পাঁচটিতেই আম আদমি পার্টিকে তিন নম্বরে ঠেলে দিতে পেরেছিলেন। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারদের সব চেষ্টা বিফল করে বেলা ৩টে ৪৫ মিনিটে শীলা দীক্ষিত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়েস হয়েছিল ৮১ বছর।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল প্রমুখ সকলেই শীলা দীক্ষিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

XS
SM
MD
LG