ভারতে ২০১৯ সাল থেকে রেশন তুলতে আধার কার্ড থাকতে হবে। তবে এখনো ৩০ শতাংশ মানুষের আধার কার্ড নেই। আর আধার কার্ডের জন্য আবেদন করার শেষ সময় ৩০ সিডেম্বর। এসব বিষয় নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন ষ্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।
এই উদ্যোগ নেওয়ার কারণ কী বলে মনে হয় এবং এর থেকে গ্রাহকরা কি সুবিধা পেতে পারেন? যাদের আধারকার্ড হয়নি বা হলেও কোন কারিগরি সমস্যা আছে- সেক্ষেত্রে গ্রাহকরা কিভাবে এ সুবিধা নিতে পারবেন? আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতি দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাচাই করা যায় কিন্তু সে ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? সংশ্লিষ্ট বিষয় রেশন দোকান মালিকদের পক্ষ থেকে কি কোন প্রতিক্রিয়া জানা গেছে?-- এমন নানা প্রশ্নের পরমাশিষ ঘোষ রায় জবাব দেন।