দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার নাম না করেও ইঙ্গিত দিলেন, বিশ্বায়নের বদলে একের পর এক দেশ বাণিজ্যে সংরক্ষণ পন্থার আশ্রয় নিচ্ছে। যেমন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি। অর্থনীতি ও বাণিজ্যে এত দিনের মুক্ত বাণিজ্যের বদলে এই সংরক্ষণ নীতি দুনিয়াকে চমকে দিয়েছে।