২০১৪ সালে ইরাকের মসুল থেকে ৩৯ জন ভারতীয় নিখোঁজ হয়ে যান। তবে ইরাক সরকার ভারতীয় নাগরিকের সন্ধান পেতে সব রকম সাহায্যের আশ্বাস দেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজ আগে বলে ছিলেন নিখোঁজ ভারতীরা বাদুশ জেলে বন্দী রয়েছেন। কিন্তু এখন এর বিপরীতটাই শোনা যাচ্ছে, তিনি বলছেন যে বন্দীদের সম্পর্কে তেমন একটা জানা যায়নি।
এই কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র জুনিয়র মন্ত্রী ভি কে সিং ইরাক সফর করেছেন। ওদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রী বর্তমানে ভারত সফর করছেন। এ সম্পর্কে ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।