ভারতের অসমে জাতীয় নাগরিক পঞ্জীর দ্বিতীয় খসড়া তালিকাতেও নাম না ওঠায় হতাশ হয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে।
অসমের দারাং জেলার রৌমারি চাপোরি গ্রামের ১৪ বছরের মেয়ে নূর নাহারের নাম গত বছর প্রথম খসড়া তালিকায় বাদ পড়েছিল। সে খুব আশা করেছিল এবার অন্তত নাম উঠবে। কিন্তু গতকাল বেরোনো দ্বিতীয় তালিকাতেও তার নাম ছিল না।
শুধু সে কেন, তার বাড়ির লোকেরাও জানতেন না যে এটাও চূড়ান্ত নয়। আগামী ৫ থেকে ১১ই জুলাইয়ের মধ্যে আবারো আবেদন করা যাবে এবং দরকারি কাগজপত্র জমা দিলে নাম তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এনআরসি অফিস থেকে তার বাবার ফোনে জানতে পারে তালিকায় এবারেও নাম নেই। এই খবর পেয়ে অল্প বয়েসি মেয়েটি এতই মুষড়ে পড়ে যে ঘরে ঢুকে নিজের দোপাট্টায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে।