জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই-এর ডিরেক্টর জেনারেল হরবনস সিং ঘোষণা করলেন, চার বছরের অনুসন্ধানের পরে ভারত জুড়ে ৪৬টি নতুন কয়লার ব্লক খুঁজে পেয়েছেন তাঁরা।
এর মধ্যে ৭টি রয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া আর বীরভূম জেলায়। এর বাইরেও এ রাজ্যে অত্যন্ত খনিজ সম্ভাবনাপূর্ণ ৪,৩০৩ বর্গ কিলোমিটার এলাকা চিহ্নিত করেছে জিএসআই। সেগুলি হল পশ্চিম মেদিনিপুর আর পুরুলিয়া জেলায়।
দেশের মূল ভূখন্ডের বাইরে আন্দামান দ্বীপমালায় অনুসন্ধান চালিয়ে ফসফেটের খোঁজ পাওয়া গিয়েছে। জিএসআই প্রধান আরও জানিয়েছেন, খুব শীগগীরি তাঁরা সোনা, চুনাপাথর আর বক্সাইটের সঞ্চয়ের কথাও ঘোষণা করতে চলেছেন। দেশের অন্যতম এই প্রাচীন সংস্থার দায়িত্বই হল দেশে মাটির নিচে কোথায় কি খনিজ পদার্থ রয়েছে, তার জন্য অনুসন্ধান চালানো। কলকাতা থেকে গৌতম গুপ্ত।