অ্যাকসেসিবিলিটি লিংক

৩০ বছর ভারতের সৈনিক থাকলেও অবৈধ বিদেশী হিসেবে বন্দি হয়েছেন অসমে


দীর্ঘ তিরিশ বছর যিনি ভারতের সৈনিক ছিলেন, অসমে এনআরসি তালিকায় তিনি বাদ পড়েছেন এবং অবৈধ বিদেশী হিসেবে বন্দি হয়েছেন জেনে ভারতের প্রধান বিচারপতি আজ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

সুবেদার মহম্মদ সানাউল্লা ভারতের সেনাবাহিনীর হয়ে লড়াই করেছেন কারগিল যুদ্ধে, কাশ্মীরে, মণিপুরে। রাষ্ট্রপতির পদকও পেয়েছেন। ২০১৭ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি কাজ করছেন অসম পুলিশে। বুধবার ৫২ বছরের সেই সানাউল্লাকে বিদেশি বলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরে অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অসমে যারা জাতীয় নাগরিকপঞ্জি তৈরির কাজ করছেন, তাদের উদ্দেশে বলেছেন, ‘ডোন্ট কাট শর্ট প্রসেস’, তাড়াহুড়ো করবেন না। প্রধান বিচারপতির ধারণা, ৩১ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে হবে বলে এনআরসি কর্মীরা তাড়াহুড়ো করছেন। ফলে অনেক ভারতীয়ের নাম ঢুকে যাচ্ছে ঐ তালিকায়। অন্যদিকে ডিটেনশন ক্যাম্পে আটক সানাউল্লা প্রশ্ন তুলেছেন, এতদিন দেশসেবা করার পরে আমাকে এই পুরস্কার দেওয়া হল?

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG