অ্যাকসেসিবিলিটি লিংক

কোন মহিলা তাঁর অসম্মতিতে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ করলে তা ধর্ষণ হিসাবে গণ্য হবে: ভারতের সুপ্রিম কোর্ট


ভারতের সুপ্রিম কোর্ট আজ এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, কোন মহিলা যদি তাঁর অসম্মতিতে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তা হলে তা ধর্ষণ হিসাবে গণ্য করা হবে।


বছরখানেক আগে ভারতে তাপসী পান্নু ও অমিতাভ বচ্চন অভিনীত পিংক নামে একটি সিনেমা বিপুল সাড়া ফেলেছিল। তার বিষয় ছিল, কোন মহিলার আপত্তি সত্ত্বেও তাঁকে যৌন নির্যাতন করাই ধর্ষণ। আদালতের সামনে নির্যাতিতার আইনজীবী বলেছিলেন, নো মিনস নো। না মানে না। সেই উক্তিরই প্রতিধ্বনি করে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ বলেছে, কোন মহিলা যদি বলেন, না, তা হলে ধরে নিতে হবে, না। তারপরেও যদি তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা হয়, আদালত সেই কাজকে ধর্ষণ হিসাবে গণ্য করবে।

এক মহিলার অভিযোগ ছিল, তাঁর কর্মদাতা তাঁর অসম্মতি সত্ত্বেও বারবার তাঁকে ধর্ষণ করেছেন এবং তার ছবি তুলে রেখে ব্ল্যাক মেল করেছেন। গুজরাত হাইকোর্ট ঐ অভিযোগ নাকচ করে দিয়ে বলে, এর জন্য মহিলা প্রচুর টাকা নিয়েছেন। কাজেই ধরে নেওয়া যায় তাঁর সম্মতি ছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ঐ রায় খারিজ করে দিয়ে বলেছে, নো, মিনস নো।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG