অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ধর্মের নামে বাড়ছে বিভাজন: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন


নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ভারতে ধর্মের নামে বাড়ছে বিভাজন। জোর করে ধর্মীয় স্লোগান বলানোর চেষ্টা হচ্ছের। এটা বিপজ্জনক প্রবণতা। কলকাতার শিশির মঞ্চে ক্ষিতিমোহন সেন এর লেখা হিন্দুধর্ম বইটির উদ্বোধন করে এ উদ্বেগ প্রকাশ করলেন অমর্ত্য সেন।

কলকাতা শিশির মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে অর্মত্য বলেন, 'ধর্ম নিয়ে ভারতবর্ষে এখন নতুন করে পার্থক্য তৈরি হচ্ছে। ভারতের সংবিধানে বিভিন্ন ধর্মের যে স্থান তাতে কোন পার্থক্য থাকা উচিত নয়। কিন্তু যখন শুনি যে একজন কাউকে রিকশা বন্ধ করে নির্দিষ্ট বুলি আওড়াতে বলা হয়। তিনি বুলি আওড়ালেন না বলে, তাঁর মাথায় লাঠি পড়লো, রক্তাক্ত অবস্থায় তাঁরা হাসপাতালে এলেন। আমরা যদি এরকম একটা জায়গায় এসে পৌঁছে থাকি, তাহলে শিক্ষার মধ্যে ভাষা, ব্যাকরণ, অঙ্ক ও তার সঙ্গে আমাদের প্রয়োজন, লোকেদের মানবিক ও সমানাধিকারের যে দাবি, সেই দাবি বিষয়ে অবহিত হওয়া। এবং আমরা শুধু নিজের জন্য নয়, অপরের জন্যও দাঁড়াতে পারি, এরকম ব্যবস্থা করা উচিত'।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG