ভারতে শিশুদের টিকাকরনের কর্মসূচীতে বিশেষ জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। নিয়মিত টিকাকরনে যেসব বাচ্চা কোন কারনে বাদ পড়ে যাচ্ছে তাদের সেই টিকাকরনের অভাব পূরন করতে 'ইন্দ্রধনূষ' নামে একটি বিশেষ টিকাকরন কর্মসূচী নিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রথম দু'দফার সাফল্যের পর আজ সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে শুরু হল এই টিকাকরন কর্মসূচীর তৃতীয় পর্যায়। এই পর্যায়ে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলায় ইন্দ্রধনূষ কর্মসূচী চালানো হচ্ছে। জেলাগুলি হল পূর্বমেদিনীপুর, কোচবিহার, আলিপুর দূয়ার, জলপাইগুড়ি, বাঁকুড়া। তৃতীয় পর্যায়ে গোটা দেশের মোট দু'শো ষোলোটি জেলায় এই বিশেষ টিকাকরন কর্মসূচী চলবে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।