সুইডেন থেকে বোফর্স কামান ক্রয়ে দুর্নীতি ছিল, এই অভিযোগ প্রমাণ না হলেও ঐ কলঙ্ক গায়ে মেখে নির্বাচনে হেরে গিয়েছিলেন কংগ্রেসের রাজীব গান্ধী। এবার কংগ্রেসের অভিযোগ, ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের খুঁটিনাটি সংসদের কাছেও গোপন করছে মোদি সরকার।
প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন সব তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এখন পিছিয়ে গিয়ে বলছেন, ভারত-ফ্রান্স গোপনীয়তা চুক্তির জন্যই সব তথ্য জানানো যাবে না। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর অভিযোগ, কংগ্রেস আমলে রাফাল বিমান কেনাকাটা নিয়ে যা কথা হয়েছিল, তাতে দাম পড়েছিল অনেক কম।