অ্যাকসেসিবিলিটি লিংক

সিধুর শাস্তির দাবিতে নতুন উদ্যোগে মাঠে নেমেছে বিজেপি


পাকিস্তানের সেনা প্রধান কমর জাভেদ বাজওয়া ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করার পর তাঁকে আলিঙ্গন করে বিতর্কের ঝড় তোলা নভজ্যোত সিং সিধুর শাস্তির দাবিতে বিজেপি নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে।

পাঞ্জাবের কংগ্রেস মন্ত্রী, প্রাক্তন ক্রিকেটার সিধু গত শনিবার পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সে দেশের সেনাবাহিনীর প্রধান বাজওয়াকে আলিঙ্গন করেন। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় বিজেপি, সিধুর নামে এফআইআর জারি করা হয়।

এদিকে, গতকাল ভারত সফরে এসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইকেল আর পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলেন, পাকিস্তানের ভূমি যাতে সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাসী হানা চালাতে ব্যবহার করা না হয়, তা সুনিশ্চিত করতে হবে। ঠিক এই সময়েই পাকিস্তানের সেনা প্রধান বাজওয়া বলেছেন, পাকিস্তান তার শহীদদের রক্তপাতের বদলা নেবে। এর ফলে সিধুর শাস্তির দাবি আরো জোরালো হয়ে উঠেছে। তবে সিধু বলেছেন, প্রতিবেশীকে আবেগ বশত আলিঙ্গন করে তিনি অন্যায় করেননি।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG