অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বিরোধী দলগুলি ৮ নভেম্বর বিমুদ্রাকরণ বর্ষপূর্তিকে কালো দিবস হিসেবে পালন করবেন


ভারত জুড়ে বিরোধী দলগুলি ৮ নভেম্বর বিমুদ্রাকরণ বা নোটবন্দীর বর্ষপূর্তিকে পালন করবেন কালো দিবস হিসেবে। কিন্তু মোদি সরকার দিনটিকে সরকারের সাফল্যের উতসব হিসেবে পালন করতে চাইছে। নোটবন্দীর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা ছিল, দেশের অর্থনীতি থেকে দূর করা হবে কালো টাকা। বাস্তবে. ব্যাঙ্কে জমা পড়া প্রায় সব ৫০০ ও ১,০০০ টাকার নোটই অর্থনীতিতে সাদা টাকা হিসেবেই ফিরে এসেছে। সরকারের নতুন ব্যাখ্যা, চাপে পড়ে বহু নতুন করদাতার সন্ধান মিলেছে বলে কর আদায় বাড়ছে। আয়কর বিভাগ তদন্ত করে বের করে দেখছে, বড় অঙ্কের নোট ফেরত দিয়েছেন যাঁরা, তাঁদের আয়ের হিসেবে কতটা গরমিল রয়েছে। ও দিকে, বিরোধীরা বলছেন, নোটবন্দীর কারণে কর্মহীন হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। তাঁদের ক্ষোভ প্রকাশ পাবে নির্বাচনে।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG