ভারতে আইএএস অফিসার শাহ্ ফৈজল কাশ্মীরে নির্বিচারে হত্যার প্রতিবাদে আজ পদত্যাগ করেছেন।
পদত্যাগের ঘোষণা করার জন্য তিনি বেছে নেন তাঁর ফেসবুক পেজ। সেখানে বুধবার তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে হত্যালীলা চলছে। কাশ্মীর উপত্যকা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। চরমপন্থী হিন্দুত্ববাদীদের কাছে কাশ্মীরী মুসলমানদের প্রাণের কোন দাম নেই। এর প্রতিবাদে আমি পদত্যাগ করছি। আশা করি এ দেশে আবার কখনো গণতন্ত্রের আবহাওয়া ফিরে আসবে। ইতোমধ্যে আমি এই রাজ্যে যে সব তরুণ তরুণী আইএএস হতে চান, তাঁদের তৈরি হতে সাহায্য করতে চাই।
মর্যাদা সূচক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষায় ২০১০-এ প্রথম স্থান অধিকারী শাহ্ ফৈজল স্পষ্টবাদী হিসেবে পরিচিত ছিলেন। তার জন্য কয়েকবার তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছিল। তবু তিনি মনের ভাব গোপন রাখেননি।
ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা থেকে সদ্য ফিরে আসা অত্যন্ত জনপ্রিয় এই অফিসার রাজনীতিতে যোগ দিতে পারেন বলে আভাস পাওয়া গিয়েছে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ্ তাঁকে স্বাগত জানিয়েছেন।