সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রবিবার ঠিক মধ্য রাতে প্রকাশিত হতে চলেছে আসাম রাজ্যের প্রকৃত নাগরিকদের রেজিস্টার। ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যে যাঁরা এ দেশে এসেছেন, তাঁরা সবাই ভারতের নাগরিক বলে গণ্য হবেন। বাকিদের বহিরাগত ধরা হবে, এঁরা কোনও সরকারি সুযোগ-সুবিধা পাবেন না। এই রেজিস্টার প্রকাশ নিয়ে রাজ্যে এমনই চাপা উত্তেজনা যে ইতিমধ্যেই ৪৫,০০০ পুলিশ তো মোতায়েন করা হয়েইছে, সেনাবাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়েছে। এই নাগরিক রেজিস্টার প্রথম তৈরি হয়েছিল ১৯৫১ সালে, সংশোধিত হচ্ছে এখন। বেআইনি ভাবে বাংলাদেশীরা ঢুকছে এবং তাদের বহিষ্কার করতে হবে, এই দাবিতে ১৯৭৯ সালে আসামে যে আন্দোলন শুরু হয়েছিল, তা শেষ হলেও বহিরাগতদের নিয়ে আসামে সব সময়ই একটা উত্তেজনা থাকে। এখন অপেক্ষা রাত বারোটার।