বৃহস্পতিবার বিজেপি-র সঙ্গে নতুন জোট গড়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে শুক্রবার বিহার বিধানসভায় আস্থা ভোটেও জয়ী হলেন জেডিইউ নেতা নীতিশ কুমার। শোনা যাচ্ছে, বিজেপি-র সঙ্গে জেডিইউ-এর সম্পর্ক এমনই ঘনিষ্ঠতার দিকে যাচ্ছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসন্ন রদ বদলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেডিইউ থেকেও মন্ত্রী করতে পারেন। এর পরে ২০১৯-এর লোকসভা নির্বাচনে এক সঙ্গে লড়ার সম্ভাবনা তো থাকছেই। বিজেপি-র আগ্রাসী বিজয়রথের চাকায় এ বার গুজরাটে আহত হল কংগ্রেসও। গুজরাট বিধানসভার ৬ বিধায়ক কংগ্রেস ছেড়ে গত কয়েক দিনে যোগ দিলেন বিজেপিতে। বিরোধী পক্ষ দেশ জুড়ে একেবারেই ছত্রভঙ্গ।