আফগানিস্তান ও ভারত যে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মুখোমুখি, তা মোকাবেলার লক্ষ্যে তাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ঐ দুই দেশের নেতারা।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এক ভিডিও সম্মেলনে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কাবুলে আফগান প্রেসিডেন্টের দফতর, পুনর্গঠিত এসটোরে প্রাসাদের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ঐ ভিডিও সম্মেলন হয়।
যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় শতাব্দী পুরানো ঐ ভবনটির পুনর্বিন্যাসের জন্য ভারত সরকার প্রায় ৬০ লক্ষ ডলার দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, “আফগানিস্তানের জনগনকে আমি এই আশ্বাস দিতে চাই যে আপনারা যে সমৃদ্ধশীল আফগানিস্তান গড়ার লক্ষ্যে এবং সমাজে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আনার জন্য যে প্রয়াস চালিয়েছেন, ভারতের ১২৫ কোটি মানুষ সব সময়ই আপনাদের পাশে থাকবে।”
ভারত সরকার যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানে বেশ কয়েকটি অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পের অর্থায়নে সাহায্য করছে।