অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে অপহৃত ৬জন ভারতীয় ইঞ্জিনিয়ার


আফগানিস্তানের বাঘলান প্রদেশে একটি ভারতীয় পরিকাঠামো নির্মাণ সংস্থার ছয় জন ভারতীয় ও এক আফগান কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। এরা সবাই ইঞ্জিনিয়ার। অপহৃত আফগান নাগরিক তাঁদের গাড়িচালক।

স্থানীয় প্রশাসনের লোকজনকে উদ্ধৃত করে আফগান সংবাদ সংস্থা টোলোনিউজ জানিয়েছে, বাঘলানের রাজধানী পুল-ই-খোমরের বাঘ-ই-শামাল গ্রামে হয়েছে অপহরণের ঘটনাটি। সেখানে একটি ইলেকট্রিসিটি সাব স্টেশনের কাজ পেয়েছে কে ই সি নামের ভারতীয় কোম্পানিটি। অপহৃতরা যাচ্ছিলেন তার কাজকর্ম দেখতে। একটি সুত্রে অবশ্য অপহৃত ভারতীয়দের সংখ্যা সাত বলে দাবি করা হচ্ছে।

বাঘলান প্রাদেশিক কাউন্সিল অপহরণে তালিবানের হাত থাকার ইঙ্গিত দিয়েছে। যদিও তালিবান বা অন্য কোন গোষ্ঠীরা এখনো অপহরণের দায় স্বীকার করেনি। কোন মুক্তিপণ দাবির খবরও নেই। বিদেশমন্ত্রকের নজরে এসেছে অপহরণের ঘটনাটি। আফগান কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রকের এক মুখপাত্র।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG