তৃতীয় ভারত আফ্রিক মঞ্চ শিখর সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই সম্মেলনে বিশ্বের এক তৃতীয়াংশ মানুষের স্বপ্নের মিলন। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভারত এবং আফ্রিকা দুই অঞ্চলেরই সম্পদ যুব সমাজ। এই শতাব্দী ভারত এবং আফ্রিকার।
সম্মলনে প্রধানমন্ত্রী আফ্রিকাকে আগামী পাঁচ বছর ধরে সহজ শর্তে এক হাজার কোটি ডলার রীন দেওয়ার কথা ঘোষনা করেছেন। এছাড়াও ৬০ কোটি ডলার অনুদান দেওয়ার কথাও ঘোষনা করেন প্রধান মন্ত্রী। আফ্রিকার কৃষি ক্ষেত্রে সব রকম সহযোগীতার আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের মোকাবিলা এবং জলপথের নিরাপত্তায় আফ্রিকার সংগে যৌথভাবে লড়াইয়ের ডাক দেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকা এবং ভারতের যথাযোগ্য প্রতিনিধিত্বের জন্য প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।