অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকার ৫৪টি দেশের সঙ্গে শীর্ষ বৈঠকের শেষে ভারতের প্রাপ্তি- গৌতম গুপ্তের রিপোর্ট:


দিল্লিতে চার দিন ধরে আফ্রিকার ৫৪টি দেশের সঙ্গে শীর্ষ বৈঠকের শেষে ভারতের কি প্রাপ্তি হল? সরকারি মহল বলছে, এক কথায় বলা চলে, আফ্রিকার গুরুত্ব সম্পর্কে ভারতীয় প্রশাসনিক কর্তা আর কুটনীতিকদের যেন নতুন করে চোখ খুলে গেল। দীর্ঘ দিন ধরে কয়েকটি বৃহত শক্তি আর প্রতিবেশী পাকিস্তানকে নিয়েই ব্যস্ত থেকেছেন ভারতীয় কূটনীতিবিদ আর প্রশাসকেরা। এই শীর্ষ সম্মেলনকে উপলক্ষ্য করে তাঁদের জানা হয়ে গেল আফ্রিকার মানচিত্রের ঠিক কোথায় অবস্থান নাইজিরিয়া দেশটির। কিংবা, সে দেশ থেকে যে বিপুল পরিমাণ ইউরেনিয়াম আমদানির সুযোগ রয়েছে, তা-ই বা কজন জানতেন? অথবা, গিনি দেশটি থেকে যে ভারত প্রচুর কাজুবাদাম আমদানি করতে পারে, সে খবর কজনের জানা ছিল? সম্মেলনের শেষে স্বয়ং প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি বলেছেন, এত কাল আফ্রিকার সঙ্গে সুসম্পর্ক গড়বার জন্য মুখে অনেক কথা বলা হলেও কাজ তত এগোয় নি। এ বার থেকে খেয়াল রাখা হবে, ভাবনা আর তার প্রয়োগের মধ্যে যেন ফাঁক না থেকে যায়। গঠন করা হবে একটি যৌথ নজরদারি কমিটিও।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:21 0:00

XS
SM
MD
LG