অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করে গড়ে তুলতে চাইছে


চীনের ক্রমবর্ধমান শক্তি প্রদর্শনের প্রেক্ষিতে ভারত ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করে গড়ে তুলতে চাইছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লয়েড অস্টিন গতকাল সন্ধ্যায় তাঁর এশিয়া সফরের শেষ ভাগে দিল্লিতে এসে পৌঁছোন। কালকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন। জেনারেল অস্টিন তাঁদের জানান, বাইডেন-হ্যারিস প্রশাসন যুক্তরাষ্ট্রের মিত্র ও সহযোগী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে তোলার দিকে এগোচ্ছে।

সরাসরি লিংক


আজ শনিবার ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীদ্বয় রাজনাথ সিং ও লয়েড অস্টিন তাঁদের নিজেদের দেশের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। দুজনের দেখা হওয়ার পর চিরাচরিত প্রথা অনুযায়ী শেক হ্যান্ড না করে তাঁরা এযুগের বন্ধুত্বের প্রতীক এলবো বাম্পিং করেন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের পর তাঁরা এক দ্বৈত ঘোষণাপত্র পাঠ করেন। তাতে বলা হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক কৌশলগত তথ্য-প্রযুক্তির আদান-প্রদান হবে। প্রয়োজনে দুই দেশের সামরিক বাহিনী দুই দেশের নিয়ন্ত্রণে যে সব ঘাঁটি আছে সেগুলো ব্যবহার করতে পারবে।

XS
SM
MD
LG