অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক শেখ শফিকুল ইসলাম এখনও পুলিশি হেফাজতে আটক


পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দু'সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়া টেলিভিশন ও ওয়েব নিউজ চ্যানেল সাংবাদিক শেখ শফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা খাতুন ও সহকর্মী সুরজ আলি খান এখনও পুলিশি হেফাজতে আটক রয়েছেন। আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। শফিকুল ইসলামসহ এই দুজন আরামবাগ টিভি নামে একটি ওয়েব নিউজ চ্যানেল চালাতেন। তাঁদের সহকর্মীদের অভিযোগ, সেখানে তাঁরা সরকারি ও পঞ্চায়েত স্তরে নানা দুর্নীতির কথা ফাঁস করে দিয়েছেন বলে সরকারের রোষ তাঁদের উপর পড়েছে। এই ঘটনাটা বেশ কিছুদিন আগের। গত ২৯শে জুন গভীর রাতে জেলা পুলিশ ওঁদের বাড়িতে হানা দিয়ে ওঁদের গ্রেফতার করে নিয়ে যায়। শফিকুল ইসলামের অপরাধ, তিনি আরামবাগ টিভিতে প্রথমে যে খবর প্রচার করেছিলেন তা হল হুগলি জেলার নানান জায়গায় ক্লাবগুলোকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে কয়েক লক্ষ টাকা করে অথচ বহু দুর্গত মানুষ ত্রাণ পাচ্ছেন না। আর সরকারি দিক থেকে ক্লাবগুলোকে ওই অনুদান দেওয়া যেটা মুখ্যমন্ত্রী নিজে শুরু করেছিলেন কয়েক বছর আগে দুর্গাপূজার সময়, এখন আর তার কি দরকার আছে, এই প্রশ্নও তোলা হয়েছিল। এরপরে পঞ্চায়েত থেকে ত্রাণের নামে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল, সেই খবরও আরামবাগ টিভি প্রচার করেছে। পরপর এরকম ধরনের ঘটনায় বিচলিত এবং ক্রুদ্ধ রাজ্য সরকার উল্টো দুর্নীতির দায়ে এঁদর গ্রেপ্তার করেছে।

please wait

No media source currently available

0:00 0:04:20 0:00
সরাসরি লিংক


সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় যা বললেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ প্রতিদিন টের পাচ্ছেন। সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলে প্রশাসন ও সরকার, ক্ষমতাসীন দল, এরা কেউ এগুলো রাখতে দেবে না। ফলে সাংবাদিকরা খুব বিপন্ন বোধ করছেন। ইতিমধ্যে বেশ কিছু সাংবাদিক কাজ করতে গিয়ে মারা গিয়েছেন, জখম হয়েছেন, আর যেসব সাংবাদিক সরকারের মত অনুযায়ী চলেছেন শাসক দলের অঙ্গুলিহেলনে খবর চেপেছে অথবা চেপেছে, তাঁরা সরকারি আনুকূল্য ও দলীয় অনুগ্রহ পেয়েছেন বলে স্বাধীনচেতা সাংবাদিকরা অভিযোগ করছেন। ইতিমধ্যে শেখ শফিকুল ইসলাম, আলিমা খাতুন ও সুরজ আলী খানের মুক্তির দাবিতে একটি এনজিও যারা সংবাদ স্বাধীনতার জন্য কাজ করে, তারা সরব হয়েছে, তবে এই মুহূর্তে আর কোনও দিক থেকে এর প্রতিবাদ-বিক্ষোভ কিছু দেখা যায়নি। মনে থাকতে পারে এর আগেও পশ্চিমবঙ্গের কংগ্রেসের একটি ওয়েব চ্যানেল চালাতেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক, তাঁকেও সরকারবিরোধী কাজের অভিযোগে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য দুদিন পরে তিনি জামিনে ছাড়া পান, কিন্তু এঁদের ভাগ্য অতটা প্রসন্ন নয়। কারণ এঁদের পেছনে কোনও দল নেই। তাই কবে এঁরা মুক্তি পাবেন এখনও স্পষ্ট নয়।

XS
SM
MD
LG