অ্যাকসেসিবিলিটি লিংক

এটিএম কার্ড নকল করে ব্যাঙ্কের গ্রাহকদের টাকা চুরির হিড়িক


india atm card
india atm card

কলকাতায় এটিএম কার্ড নকল করে ব্যাঙ্কের গ্রাহকদের টাকা চুরির হিড়িক পড়ায় আতঙ্ক দেখা দিয়েছে।গত দু'দিনের মধ্যে কলকাতার দু'টি এলাকার দুটি ব্যাঙ্কের এটিএম থেকে ৭৬ জন গ্রাহকের মোট ২০ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে কানাড়া ব্যাঙ্ক আর মধ্য কলকাতার মল্লিকবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই এটিএম দুটিতে কোনও পাহারা ছিল না। পুলিশ জানিয়েছে, চোরেরা স্কিমার বসিয়ে রেখেছিল। গ্রাহক মেশিনে কার্ড ঢোকানো মাত্র তার যাবতীয় তথ্য কপি হয়ে যায়। তার পর কপি হয় কার্ডের পাসওয়ার্ড বা পিন। এব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যাঙ্ক দুটিও জানিয়েছে, গ্রাহকদের খোয়া যাওয়া টাকা তাঁদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আতঙ্ক রয়েই গিয়েছে।

দীপংকর চক্রবর্তী ভয়েস অফ আমেরিকা কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG