ভারতের নিরাপত্তা বাহিনী, পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাছে বিমানঘাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। শনিবার সেটি মারাত্মক আক্রমণের লক্ষ্যস্থল ছিল।
কর্মকর্তারা বলেন ১৫ ঘন্টার লড়াইয়ে ৬জন ভারতীয় রক্ষী এবং ৪জন সন্দেহভাজন চরমপন্থী নিহত হয়।
রয়টার্স সংবাদ সংস্থা বলেছে নিহত নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন ছিলেন ১৯৯৫ সালের Commonwealth Shooting Championshipsএর সর্ন ও রৌপ্য পদক বিজয়ী।
মনে করা হচ্ছে আক্রমণকারীরা ছিল জৈসে মোহাম্মদ চরমপন্থী দলের সদস্য। পাকিস্তান ভিত্তিক চরমপন্থী দল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতা চায়।