অ্যাকসেসিবিলিটি লিংক

আফ্রিকান ছাত্র-ছাত্রীদের ওপর স্থানীয় মানুষের নিয়মিত আক্রমণের ঘটনা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার


দিল্লিতে আফ্রিকান ছাত্র-ছাত্রীদের ওপর স্থানীয় মানুষের নিয়মিত আক্রমণের ঘটনা নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রি রাজনাথ সিং ও বিদেশমন্ত্রি সুষমা স্বরাজ এ ব্যাপারে নিজেদের উদ্বেগ প্রকাশ করে পুলিশকে নজরদারি বাড়াতে বলেছেন। কিন্তু আক্রমণের ঘটনাগুলিতে আইনি ব্যবস্থা নেওয়া হলেও সরকারের দুশ্চিন্তা, এমন বারংবার ঘটছে কেন? দিল্লির যে সব এলাকায় আফ্রিকান ছাত্র-ছাত্রীদের বেশি বাস, সেখানকার স্থানীয় মানুষদের অবশ্য নানান অভিযোগ। ওঁরা বলছেন, আফ্রিকানরা প্রকাশ্যে মদ্যপান করে এবং বেশি রাতে জোরে গান-বাজনা করে। ভারতীয় সংস্কৃতি ও স্থানীয় লোকাচার ওরা মানতে চায় না বলেই সমস্যা তৈরি হয়। সরকারি কর্তারা অবশ্য মনে করেন, এ সব অভিযোগর সত্যতা থাকলেও আসল সমস্যা ভারতীয়দের অনেকেরই মনের ভেতরে বর্ণ বৈষম্যের অন্ধ সংস্কার। অাফ্রিকানদের জায়গায় শ্বেতাঙ্গরা থাকলে স্থানীয়রা আরও সহিষ্ণুতা দেখাতেন বলেই মনে করছেন সরকারি কর্তারা।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG