অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-ভারত আরো ৬টি সীমান্ত হাট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে


বাংলাদেশ এবং ভারত সীমান্ত হাটের গুরুত্ব বিবেচনা করে আরো ৬টি নতুন সীমান্ত হাট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের সরকার।

সম্প্রতি ঢাকায় বাংলাদেশের বাণিজ্য সচিব শুভাশিস বসু এবং ভারতের বাণিজ্য সচিব রিতা তিওতিয়ারের মধ্যে এক বৈঠকে ঐ ৬টি নতুন সীমান্ত হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ৬টি নতুন সীমান্ত হাট আগামী ৬ মাসের মধ্যে চালু হবে। এগুলো চালু হলে দু'দেশের সীমান্ত হাটের সংখ্যা দাঁড়াবে দশটিতে।

দু'দেশের সচিব পর্যায়ের বৈঠকে নতুন ৬টি সীমান্ত হাটের স্থান নির্দিষ্ট করা হয়েছে। এ সকল হাটগুলো স্থাপন করা হবে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ সীমান্তে অথবা সীমান্তের ওপারে ভারতের অংশে।

সীমান্ত হাটের প্রথম যাত্রা শুরু হয় ২০১১ সালের জুলাই মাসে কুড়িগ্রাম জেলার বালিয়ামারি সীমান্তে সোনাভরি নদের তীরে। উদ্দেশ্য ছিল সীমান্তের দুই পাড়ের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চাঙ্গা করে একদিকে তাঁদের জীবিকার সংস্থান করা এবং অন্যদিকে তাদের জীবন যাত্রার মানের উন্নয়ন। এর আর একটি উদ্দেশ্য ছিল দু'দেশের মানুষের মধ্যে সম্প্রীতি, ভালবাসা এবং ভাতৃত্ববোধ সৃষ্টি করা।

সীমান্ত হাট নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন কুড়িগ্রামেরই সাংবাদিক আহসান হাবিব নিলু, যিনি বালিয়ামারি সীমান্ত হাটের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এবং ঐ হাটের অবস্থা দেখতে তিনি বার তিনেক সেখানে গিয়েছিলেন।

please wait

No media source currently available

0:00 0:04:53 0:00

XS
SM
MD
LG