আগামী এপ্রিলে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার খুঁটিনাটি চূড়ান্ত করতে ভারতীয় প্রতিনিধিরা ঢাকায় যাবেন মার্চ মাসে।
দুই দেশের বন্ধুত্বের মধ্যে সমস্যা হল তিস্তার জলবণ্টন চুক্তি সম্পাদনে ভারতের অপারগতা। নদীর পানি যে কিছুটা বাংলাদেশের প্রাপ্য, তা নিয়ে এক মত দিল্লি। কিন্তু পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছাড়া চুক্তি করা মোদির পক্ষে অসুবিধে। মোদি-মমতার সম্পর্ক মোটেই ভাল নয়।
রাজনৈতিক মহলের অনুমান, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি'র জয় হলে মোদি হয়তো মমতাকে উপেক্ষা করেই চুক্তির কথা ভাবতে পারেন। কলকাতা থেকে গৌতম গুপ্ত।