অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-ভারত সমন্বিত চেক পোস্টের উদ্বোধন করা হয়েছে


India
India

প্রতিবেশী দেশ ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং যাতায়াত সহজ করতে যশোর সীমান্তের বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশ-ভারত সমন্বিত চেক পোস্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই চেকপোস্টের উদ্বোধন করেন। দুই প্রধানমন্ত্রীই উল্লেখ করেন, এর ফলে দুইদেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে দুই দেশেরই অর্থনীতি মজবুত হবে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও ৮টি সমন্বিত চেকপোস্ট তৈরি করা হবে। তিনি ঢাকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, এমন কঠিন সময় ভারতীয় জনগণ বাংলাদেশের পাশে থাকবে। ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও অংশ নেন।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG