অ্যাকসেসিবিলিটি লিংক

বুধবার মুখ্যমন্ত্রিত্ব পদে ইস্তফা দিয়ে বৃহস্পতিবার ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার


বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রিত্ব পদে ইস্তফা দিয়ে এসেছিলেন বিহারের জেডিইউ দলের নেতা নীতিশ কুমার। ঠিক মধ্যরাতে তিনি ফের রাজ্যপালের কাছে গিয়ে জানালেন, বৃহস্পতিবার তিনি সরকার গড়তে চান বিজেপিকে জোট সঙ্গী নিয়ে। এ দিন সকাল ১০টায় নীতিশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়ে গেল। উপ-মুখ্যমন্ত্রী হলেন বিজেপি-র সুশীল মোদি। নীতিশ পদত্যাগের পরে বলেছিলেন, লালু প্রসাদের আরজেডি দলের জোট নিয়ে তিনি সরকার চালাতে পারছেন না। বিশেষত, লালু-পুত্র তেজস্বী যাদবের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ ওঠে, তার ব্যাখ্যা করা বা পদত্যাগে রাজি ছিলেন না তেজস্বী। নীতিশ ও লালু জয়প্রকাশ নারায়ণের অনুগামী ছিলেন। ১৯৯৪ সালে দুজনের বিচ্ছেদের পরে নীতিশ বারংবার জোট সঙ্গী বদল করেছেন। বিজেপি-র সঙ্গে মিলে এর আগেও বিহার শাসন করেছেন। আবার হাত ধরলেন বিজেপি-র। রাজনৈতিক মহলের ধারণা, ২০১৯-এ লোক সভা নির্বাচনে সুবিধের লক্ষ্যেই আগাম বিজেপিকে সঙ্গে নিলেন জেডিইউ নেতা নীতিশ।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG