অ্যাকসেসিবিলিটি লিংক

ভার্চুয়াল সমাবেশ করবে বিজেপি


ভারতের পঞ্চম দফার লকডাউন চলাকালীন জীবন ও জীবিকার তাগিদে আনলক প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে ছাড় দেওয়া হয়েছে বহু কিছুর ওপর। কিন্তু তাই বলে রাজনৈতিক, সামাজিক, বা ধর্মীয় কোনরকমের জমায়েতের উপর ছাড় দেওয়া হয়নি স্বাস্থ্যের কারণে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সামাজিক দূরত্ব রাখাই এখন করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায়। যার জন্য এতদিন লকডাউন করে রাখা হয়েছে। এই অবস্থায় রাজনৈতিক সমাবেশ করা, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করা, ধর্মতলায় সভা করা, এগুলো আপাতত তো নয়ই, সুদূর ভবিষ্যতেও কবে হবে এখনই বলা যাচ্ছে না। এরই মধ্যে বিজেপি একটি অভিনব উপায়ে সমাবেশের ব্যবস্থা করে ফেলেছে‌। খুব বেশি দেরি নেই, আগামী ৯ইজুন মঙ্গলবার তারা ভার্চুয়াল সমাবেশ করবে ঠিক করেছে, কলকাতায়। ব্যাপারটা হবে, একটা অ্যাপের মাধ্যমে। ওয়েবেক্স মিট নামে যে অ্যাপটা এই জনসভা করতে সাহায্য করবে, তাতে এক হাজার জন একসঙ্গে মিটিং করা যায়। এই অ্যাপের সাহায্যে বিজেপির পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে বসে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দলীয় সভাপতি দিলীপ ঘোষ কলকাতায় বসে দুটি মঞ্চ থেকে বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলবেন। এমনকি অ্যাপের সাহায্যে কোনও কোনও সমর্থককে তাঁরা দেখতে চাইলে তাও দেখতে পারবেন, তাঁদের প্রশ্ন শুনতে পাবেন এবং উত্তর দিতে পারবেন। ঠিক হয়েছে ৯ তারিখ বেলা ১১টায় সভা শুরু হওয়ার মিনিট পনেরো আগে বিজেপি সমর্থকদের মধ্যে যাঁদের যাঁদের নির্বাচন করা হয়েছে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য, তাঁদের কাছে একটি লিঙ্ক যাবে এবং সেই লিংকটি খুললেই তাঁরা সমাবেশে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়ে যাবেন। বিজেপির দাবি, এই অভিনব ব্যবস্থার তারাই পথিকৃৎ। এর পর হয়তো শুধু ভারতে কেন, সারা পৃথিবীতেই এই ধরনের ব্যবস্থা করেই জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। অন্তত করোনা পরিস্থিতি যতদিন আছে ততদিন তো বটেই। ওয়েবেক্স মিট অ্যাপ-এর মাধ্যমে শুধুমাত্র এক হাজার জন এই সমাবেশে উপস্থিত থাকতে পারবেন বটে, কিন্তু তা হলেও ফেসবুক, ইউটিউব, ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, সাধারণ মানুষ, এই সমাবেশে যোগ দিতে পারবেন।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:02:21 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG