ভারতের উত্তরপ্রদেশ বিধানসভার মধ্যে পাওয়া গেছে শক্তিশালী বিস্ফোরক। বিধান সভায় বিধায়কদের বসার জায়গা থেকে একটি প্ল্যাস্টিকের ব্যাগে মোড়া বিস্ফোরক উদ্ধার হয়। যদিও কোন ডিটোনেটর পাওয়া যায়নি।
ফরেন্সিক রিপোর্টে জানানো হয়েছে, পিইটিএন(পেনটায়েরিথ্রিটল টেনট্রানাইট্রেট) জাতীয় বিস্ফোরক মিলেছে। ওই বিস্ফোরক প্লাস্টিক জাতীয় হওয়ায় সহজেই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়। এমনকি ওই বিস্ফোরক স্নিফার ডগেরও নজর এড়াতে সক্ষম। কড়া নিরাপত্তা সত্ত্বেও কীভাবে বিধানসভার ভিতরে বিস্ফোরক আসলো, কী উদ্দেশ্যে তা আনা হয়- এসব নিয়ে প্রশ্ন উঠেছে।
নিরাপত্তা আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন, সেই সাথে তিনি এনআইএ'র তদন্তও দাবী করেছেন বলে খবর।