অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রথম বুলেট ট্রেন পরিকাঠামো নির্মাণ করবে জাপান


Map of India and Sri Lanka
Map of India and Sri Lanka

ভারতের প্রথম বুলেট ট্রেন পরিকাঠামো নির্মাণ করবার দায়িত্ব পাচ্ছে জাপান। চিনের প্রস্তাব বাতিল করে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার সন্ধ্যায় জাপানের প্রস্তাবই বেশি গ্রহণযোগ্য মনে করেছে। মুম্বই ও আমেদাবাদের মধ্যে এই প্রথম বুলেট ট্রেনর রুটটি নির্মাণের সিদ্ধান্তটি সরকারি ভাবে ঘোষণা করা হবে কয়েক দিন পরেই জাপানের প্রধানমন্ত্রি শিনজো আবের ভারত সফরের সময়। প্রকল্পের জন্য ৯৮ হাজার কোটি টাকা ব্যয়ের প্রায় পুরোটাই জাপান ভারতকে ধার হিসেবে দেবে। চিনারাও একই রকম ধার দিয়ে প্রকল্প নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বছর চারেক আগেই চিনে এক ভয়ঙ্কর বুলেট ট্রেন দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়, আহত হয়েছিলেন ২০০ জন। এ কথা মনে রেখেই চিনা প্রস্তাব ফিরিয়ে দেয় ভারত। ভবিষ্যতে দ্বিতীয় বুলেট ট্রেন রুটটি নির্মিত হবে মুম্বই আর দিল্লির মধ্যে। বুলেট ট্রেনের ভাবনা ভারতে অনেক দিনের। কিন্তু বিপুল ব্যয়ের কারণে ভাবনা বেশি এগোয় নি। এত ব্যয়ে নির্মিত বুলেট ট্রেনের কি ভাড়া হবে? বা, অনেক ভাড়া দিয়ে যথেষ্ট যাত্রী পাওয়া যাবে তো? এই প্রশ্নগুলি রয়েই যাচ্ছে।

সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG