ভারতের উত্তর প্রদেশে এক দলিত যুবক তথাকথিত উচ্চবর্নের নিষেধের প্রাচীর ভেঙেছেন। যা নিন্মবর্নের মানুষের ওপর উচ্চবর্নের মানুষের নির্যাতন প্রতিরোধে এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
দলিত ঐ যুবক ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে চাইছিলেন। যা কোন ভাবেই মানতে পারছিলেন না স্থানীয় উচ্চবর্নের মানুষেরা। শেষে পুলিশের সাহায্যে দলিত ঐ যুবকটি তার স্বপ্ন পূরন করতে পেরেছেন। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।