অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের নানা শহরে চীনা মোবাইল কোম্পানির বিরুদ্ধে আয়কর অভিযান, কর ফাঁকির অভিযোগ


ভারতের বেঙ্গালুরুতে জিয়াওমি কোম্পানির অফিসে - জিয়াওমির লোগো। (ফাইল ফটো- অভিষেক এন চিন্নাপ্পা/ রয়টার্স)
ভারতের বেঙ্গালুরুতে জিয়াওমি কোম্পানির অফিসে - জিয়াওমির লোগো। (ফাইল ফটো- অভিষেক এন চিন্নাপ্পা/ রয়টার্স)

ভারতের নানা জায়গায় চীনা মোবাইল কোম্পানিগুলির বিরুদ্ধে আয়কর অভিযান চালানো হচ্ছে। দেশব্যাপী চীনা জনপ্রিয় মোবাইল সংস্থাগুলির অফিস, কারখানায় তল্লাশি চলছে আয়কর দপ্তরের। ওপো, জিয়াওমি, ওয়ান প্লাসের মতো বহুল ব্যবহৃত মোবাইল কোম্পানিগুলি অভিযানের আওতায় রয়েছে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছে সূত্র।

চীনা কোম্পানিগুলির বিরুদ্ধে আয়কর সংক্রান্ত নিয়ম ভাঙার গুচ্ছ গুচ্ছ অভিযোগ পেয়েই বুধবার সকাল থেকে আয়কর দপ্তর অভিযান শুরু করে বলে খবর। সূত্রের খবর, একাধিক চীনা মোবাইল কোম্পানির নির্মাণ ইউনিট, কর্পোরেট অফিস, গোডাউনে আয়কর তল্লাশি চলেছে। দিল্লী, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, গুয়াহাটি, ইন্দোর ও আরও কয়েকটি শহরে দুই ডজনের বেশি জায়গায় হানা দেয় আয়কর। কয়েকটি ফিনটেক কোম্পানির বিরুদ্ধেও তল্লাশিতে নেমে তাদের কর্তাদের জিজ্ঞাসাবাদ করছেন আয়কর অফিসাররা।

চীনা মোবাইল কোম্পানিগুলির বিরুদ্ধে প্রচুর অর্থ কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল অনেকদিন ধরেই। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজরদারি চলছিল। পাকা তথ্যপ্রমাণ হাতে আসতেই তল্লাশিতে নামে আয়কর দপ্তর।

গত আগস্টে চীনা টেলিকম যন্ত্রপাতি নির্মাণ সংস্থা জেডটিইর গুরুগ্রামের অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। তাদের ভারত শাখার প্রধানকেও জেরা করে তারা। তাদের বিরুদ্ধে একাধিক কর ফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে বলে খবর। সম্প্রতি মোবাইল ফোনের ব্যবসা, লোন অ্যাপ্লিকেশন ও পরিবহণ ব্যবসায় জড়িত একাধিক চীনা সংস্থার বিরুদ্ধ তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলি।

XS
SM
MD
LG