অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ঝাড়খন্ডের একটি হাসপাতালে একমাসে ৫২টি শিশুর মৃত্যু


ভারতের ঝাড়খন্ডের জামশেদপুরের সরকারি মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ৩০ দিনে ৫২টি শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের কর্তৃপক্ষ এই মৃত্যুর জন্য অপুষ্টিকেই দায়ী করেছেন। হাসপাতালটি তৈরি হয়েছিল ১৯৬১ সালে। ১৯৭৯ সালে বিহার সরকার এই হাসপাতালটি অধিগ্রহণ করেছিল। ২০১০ সাল থেকে চাইবাসার কোলহন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত হয় হাসপাতালটি।

উল্লেখ করা যেতে পারে, গত ১০ ও ১১ আগস্ট গোরক্ষপুরের বামা রাঘব দাস হাসপাতালে ৪৮ ঘন্টার মধ্যে ৩০টি শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। অক্সিজেন সরবরাহের অভাবে এতগুলি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরই জামশেদপুরে শিশু মৃত্যুর ঘটনায় পুনরায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ভারতে। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00


XS
SM
MD
LG