ভারত ও চিনের ৪,০৫৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে এত দিন উত্তেজনা ছিল পূর্বে, ডোকলামে। এবার পশ্চিমে লাডাখেও চিন ও ভারতীয় সেনার মধ্যে হাতাহাতি ও পাথর ছোঁড়াছুড়ির ঘটনা ঘটল। উত্তেজনা প্রশমনে দু তরফে বৈঠক হল বুধবার, কিন্তু সমাধান হয় নি। কেন বারবার এমন ঘটনা ঘটাচ্ছে চিন? ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, জোর শীত পড়বার আগে ডোকলামে আধিপত্য প্রতিষ্ঠিত করতে চায় চিন। তাই এ ভাবে চাপ সৃষ্টি। উত্তেজনা বাড়তে বাড়তে পুরোপুরি যুদ্ধের দিকে ঘটনা এগোবে না তো? তেমন সম্ভাবনার কথা অবশ্য ভাবছেন না বিশেষজ্ঞরা। ১৯৬২ সালে যুদ্ধ হয়েছিল গোটা সীমান্তের নানান অংশেই। এ বার ভারত আর অপ্রস্তুত নেই। তবু যুদ্ধ একেবারেই অনাকাঙ্খিত।
এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।