অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কোয় ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বসার কথা রয়েছে


ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর আজ মস্কোয় চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। রাজনাথ সিং গতকাল প্রতিরক্ষামন্ত্রীদের একটি সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে রাশিয়ায় গিয়েছেন। সেখানে একই কারণে চীনের প্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত রয়েছেন। দিল্লি বেজিংকে বারবারই বলে আসছে, সীমান্ত এলাকায় যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার একমাত্র সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে এবং সেটাও হতে হবে উচ্চস্তরে‌। কারণ, এর আগে অনেক বার নানা ধরনের আলোচনা হলেও বোঝা যাচ্ছে, সেনাবাহিনী স্তরে দুই দেশের বৈঠকে বিশেষ লাভ হয়নি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বারবার দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দিচ্ছেন। এ ব্যাপারে গতকালই দিল্লির বিদেশমন্ত্রক থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রাজনাথ সিং যদি চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন, তা হলে বিদেশ মন্ত্রকের আপত্তি তো নেইই, বরং দ্রুত ও চূড়ান্ত ফয়সালার সম্ভাবনা থাকার জন্য তাকে স্বাগত জানানো হবে। আজ মস্কোয় ভারতীয় দূতাবাসকে চীনের দূতাবাস দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে বৈঠকের প্রস্তাব দেয়। জানা গিয়েছে, ভারত তাতে সায় দিয়েছে। আজকেই কোনও এক সময়ে এই বৈঠকের আয়োজন করতে দুই দূতাবাস এখন ব্যস্ত। এর আগে রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে ভারতের প্রয়োজনের সময় অস্ত্রশস্ত্র ও অন্যান্য ভাবে মদত দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

please wait

No media source currently available

0:00 0:01:24 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG