অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে চীনের রাষ্ট্রদূতের হুশিয়ারি


হিমালয়বর্তী পূর্বাঞ্চলে, চীনের একটি মহাসড়ক প্রকল্প নিয়ে টানটান এক উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে ভারত ও চীনের মধ্যে।বিশ্লেষকদের বক্তব্য যে এশিয়ার এ দু’ প্রতিবেশির মধ্যে এমন মারাত্মক মুখোমুখি- মারমুখি উত্তেজনা পরিস্থিতি , অন্তত: সাম্প্রতিক কয়েক দশকে আর কখনোই দেখা যায়নি। দু’ পক্ষই একে অপরকে পিছু হঠতে বলছে- হূঙ্কার দিচ্ছে।

বর্তমান বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে যে দোকলাম মালভমি, চীন সেখান থেকে ভারতেকে হঠতে বলছে।ভারত বলছে-সড়ক নির্মান বর্তমান অবস্থা পাল্টিয়ে ফেলবে পুরোপুরি।ভারতের উত্তর পূর্বাঞ্চলবর্তী রাজ্য সিকিম, ভুটান ও চীনের মাঝখানে অবস্থিত এ মালভূমির দাবিদার – চীন ও ভারতের ঘনিষ্ঠ মিত্র ভুটান।

ভারতে চীনের রাষ্ট্রদূত সংবাদদাতাদের বলেছেন সিকিম সীমান্তে দু দেশের মুখোমুখি সেনা অবস্থানের জন্য যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে , তা প্রশমন করতে হলে উদ্যোগ নিতে হবে ভারতকেই ।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG