অ্যাকসেসিবিলিটি লিংক

ডোকলাম সীমান্তে ভারতীয় সেনাদের হটিয়ে দিতে স্বল্পমেয়াদী সেনা অভিযান করতে চলেছে চিন


ডোকলাম সীমান্তে ঠিক কি চাইছে চিন? এক দিন বন্ধুত্বের কথা বলে পরের দিনই যুদ্ধের হুমকি। চিন সরকারের গ্লোবাল টাইমস পত্রিকার হুঁশিয়ারী, দু সপ্তাহের মধ্যেই ডোকলাম সীমান্ত থেকে ভারতীয় সেনাদের হটিয়ে দিতে স্বল্পমেয়াদী সেনা অভিযান করতে চলেছে চিন। তার আগেই অবশ্য সে কথা ভারতকে জানানো হবে। কিন্তু দু দিন আগেই তো কলকাতায় চিনা কনসাল কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটানোর কথা বললেন। এর ওপর আবার নেপালি কূটনীতিকদের ডেকে এই বিরোধের পশ্চাদপট জানিয়ে দিল চিন। নেপাল কিন্ত এ বিবাদে জড়িত নয়। তাহলে কি যুদ্ধযাত্রার আগে প্রতিবেশী নেপালকে দলে টানবার চেষ্টা? একেই কি বলে চিনা ধাঁধা?

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG