অ্যাকসেসিবিলিটি লিংক

অরুণাচল প্রদেশে ভারতীয় সেনার বিরুদ্ধে ফের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলল চীন


দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশে ভারতীয় সেনার বিরুদ্ধে ফের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলল চীন। তবে ভারতের পক্ষ থেকে বেজিংয়ের ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে গত পনেরোই মার্চ অরুণাচলের কিবিথুতে দাইমাই পোস্টে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে বর্ডার পার্সোনাল মিটিংয়ে (বিপিএম) বেজিং ভারতীয় সেনার বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। চীন দাবি করে, ভারতীয় সেনা সীমান্ত লঙ্ঘন করে চিনের ভূখণ্ডে ঢুকে পড়েছে। তবে ভারতীয় সেনার তরফে সঙ্গে সঙ্গেই চীনের ওই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি অঞ্চলের আসাফিলা এলাকা ভারতের অন্তর্গত। সেনাবাহিনী নিয়মিত ওই এলাকায় টহলদারি চালায়। কাজেই চীনের তোলা সীমান্ত লঙ্ঘনের অভিযোগের কোনও সারবত্তা নেই বলে জানিয়েছে ভারতীয় সেনা।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG