অ্যাকসেসিবিলিটি লিংক

চিন-ভারত সম্পর্কে নতুন উষ্ণতা


শিশুদের মধ্যে যেমন দেখা যায় এই ভাব-এই আড়ির মেঘ-রোদ্দুরের খেলা, চিন-ভারত সম্পর্কেও তেমনটিই ঘটতে চলেছে। ২০১৭-য় ডোকলাম সীমান্তে দু তরফের সেনারা পরস্পরের দিকে সঙ্গীন উঁচিয়ে ছিল মাস দুয়েক ধরে। কিন্তু যুদ্ধ করে যে চিনা ড্রাগনের সঙ্গে পেরে ওঠা যাবে না, তা বিলক্ষণ বুঝেছেন ভারতীয় কর্তারা। তাই এ বার ভাব করার সক্রিয়তা। চিনে দু দেশের বিদেশ মন্ত্রীদের দেখা হবার পরেই ঘোষিত হল শি জিনপিং আর নরেন্দ্র মোদির মধ্যে ২৭ ও ২৮ এপ্রিল শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত। অবাক হবার বিষয় এই যে, জুন মাসেই আবার দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাত হবে শাঙহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশনেতাদের শীর্ষ সম্মেলনে। দুই রাষ্ট্রপ্রধানের এত স্বল্প ব্যবধানে দু বার বৈঠক এক বিরল ব্যাপার। চিন ইতিমধ্যেই জানিয়েছে, ব্রহ্মপুত্র ও শতদ্রু নদীর জলপ্রবাহ নিয়ে ফের তথ্য জানাবে ভারতকে। দুই প্রতিবেশীর সম্পর্কে ফের উষ্ণতা ফিরছে, এটাই সুখের কথা।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG