অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা টিকার জন্য ৩০০০ কোটি টাকার তহবিলের প্রস্তাব ভারতের কেন্দ্রীয় সরকারের


ভারতের সেরাম ইনস্টিটিউটের একটি পরীক্ষাগারে কাজ করছেন একজন গবেষণা বিজ্ঞানী
ভারতের সেরাম ইনস্টিটিউটের একটি পরীক্ষাগারে কাজ করছেন একজন গবেষণা বিজ্ঞানী

যত দ্রুত সম্ভব এমন করোনা টিকা আনতে হবে যা নিরাপদ ও কার্যকর হয়, দাম কম, দ্রুত পৌঁছে দেওযা যায় দেশবাসীর কাছে। এ জন্য এবার মিশন কোভিড সুরক্ষা নামে ৩০০০ কোটি টাকার একটি তহবিল তৈরির প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের বায়োটেকনোলজি বিভাগ জানিয়েছে, এই প্রস্তাবিত মিশন করোনা টিকার ক্লিনিক্যাল স্টেজ থেকে তার উৎপাদন সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটিতে নজর রাখবে।এই মিশনের লক্ষ্য হল, অন্তত ৬টি করোনা টিকা উৎপাদন করা, সেগুলোর লাইসেন্সের ব্যবস্থা করা, জরুরি ভিত্তিতে যাতে ব্যবহার করা যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব বাজারে নিয়ে আসা।খসড়া প্রস্তাব অনুযায়ী, এই মিশনের বাজেট হবে ৩,০০০ কোটির মত, সময়সীমা ১২-১৮ মাস। এদের কাজ হল, দেশে যথেষ্ট পরিমাণ করোনা টিকা তৈরি হচ্ছে কিনা দেখা, তারপর তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মারফত জনস্বাস্থ্য ব্যবস্থায় সংযুক্ত করা। তবে তার আগে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন ওই টিকাকে স্বীকৃতি দেবে।


XS
SM
MD
LG