অ্যাকসেসিবিলিটি লিংক

মোট আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গে মৃত্যুহার ৫.৩০ শতাংশ


এখনও দেশের অন্য প্রান্তের তুলনায় সংক্রমণের বৃদ্ধিতে রাশ ধরে রাখতে পেরেছে রাজ্য স্বাস্থ্য দফতর। তা অবশ্যই স্বস্তির। কিন্তু অস্বস্তি হল করোনায় আক্রান্তের মৃত্যুহার। গতকাল বুধবার রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্তের নিরিখে বঙ্গে মৃত্যুহার ৫.৩০ শতাংশ। ঘটনা হল, যে সকল রাজ্যে সংক্রমণের মাত্রা অনেক বেশি, সেখানেও মৃত্যুহার তুলনামূলক ভাবে কম, কেবল গুজরাত ছাড়া। এই পরিস্থিতিতে মৃত্যুর হার কী ভাবে কমানো যায়, কোভিড নিয়ন্ত্রণে সেটিই এখন স্বাস্থ্য দফতরের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসত হাসপাতালের মেডিসিনের সিস্টার-ইন-চার্জ গত গত ১ জুন মারা গিয়েছেন। নমুনা পরীক্ষার ফলে করোনার প্রমাণ মিলেছে।রাজ্য স্বাস্থ্য দফতরের এক পদস্থ কর্তার কথায়, ‘‘এখন সংক্রমণের সংখ্যা বাড়বে। তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখন প্রধান লক্ষ্য মৃত্যুর সংখ্যা কমানো।’’ তাঁর বক্তব্য, ‘‘মৃত্যু ঠেকাতে কোথায় কী ধরনের প্রোটোকল মেনে চিকিৎসা চলছে, সে সব বিশ্লেষণ করা হচ্ছে।

দক্ষিণ কলকাতার এম আর বাঙুর আগের থেকে অনেক উন্নতি করেছে। কলকাতা মেডিক্যাল কলেজও একটা জায়গায় চলে এলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসবে।’’উল্লেখ করা যেতে পারে করোনা বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি মিলিয়ে রাজ্যে মোট ৬৯টি কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে। তাতে কোভিড শয্যার সংখ্যা ৮৭৮৫টি। আইসিইউ ৯২০। সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে আরও হাসপাতাল তৈরির পাশাপাশি আইসিইউয়ের সংখ্যাবৃদ্ধি এবং অক্সিজেন সরবরাহের পরিকাঠামোর উপরে জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর বলে খবর।

পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:01:46 0:00


XS
SM
MD
LG