অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতকে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


করোনাভাইরাস জনিত বিশ্বজোড়া সঙ্কটকে কাজে লাগিয়ে ভারতকে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার তিনি কলকাতার ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা আইসিসির বার্ষিক সাধারণ সভায় ভাষণ দিচ্ছিলেন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তিনি বলেন, আমরা যে ক্রান্তিকালে উপস্থিত হয়েছি তা শুধু আমাদের নয়, সারা বিশ্বের জন্যই অত্যন্ত বিপজ্জনক ও দুর্ভাগ্যজনক‌। করোনা ভাইরাসের সংক্রমণ একটা সঙ্কটের মধ্যে মানবজাতিকে নিয়ে ফেলেছে। কিন্তু এই বিপদের সময় হতাশ না হয়ে আমরা এটাকেই কাজে লাগাতে পারি আত্মনির্ভর হওয়ার ব্যাপারে। ভারতের অনেক সম্ভাবনা রয়েছে শিল্পে নিজেদের আরও বেশি উৎকর্ষ সাধনের। এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে ভারত এমনিতে ভালো করছে, আরও ভালো করতে পারে। মোদী বলেন, আজকে কলকাতার তথা পশ্চিমবঙ্গের একটা বিশাল সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি। একটা সময় বলা হতো, বাংলা আজ যা ভাবে সমগ্র ভারত আগামী কাল তা ভাবে। আবার সেই সময় ফিরে আসতে পারে। পশ্চিমবঙ্গ আবার শিল্পের ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারে। একটা সম্ভাবনা রয়েছে পাট শিল্পের ক্ষেত্রে। আজকে ভারতের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এই সময় পশ্চিমবঙ্গ এগিয়ে আসতে পারে তার পাট শিল্প নিয়ে। পাটের তন্তু থেকে তৈরি চটের ব্যাগ, পাট ও চটের নানান রকমের জিনিসপত্র তৈরিতে পশ্চিমবঙ্গ মন দিক। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উত্তর-পূর্ব ভারতের নানা জায়গায় বাঁশ, বেত এবং আরও কিছু বনজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার থেকে আরও অনেক রকমের জিনিসপত্র তৈরি করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি শিল্প বাণিজ্যে অনেকটাই লাভ করতে পারে। প্রধানমন্ত্রীর এই ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক বার্তাকে ভারতীয় বণিক সমাজ স্বাগত জানিয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারে কলকাতা তথা পশ্চিমবঙ্গের কথা বিশেষ করে উল্লেখ করার একটা কারণ কলকাতায় আইসিসির এই সম্মেলন হচ্ছে তো বটেই, তা ছাড়াও আগামী বছর ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচন আছে। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ তাঁর ভার্চুয়াল সমাবেশে পশ্চিমবঙ্গ তথা কলকাতার ভূয়সী প্রশংসা করেছেন এবং সরাসরি ভোটের কথা বলেছেন। প্রধানমন্ত্রী অবশ্য ভোটের কথা কিছু বলেননি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই সময়ে হঠাৎ পশ্চিমবঙ্গ তথা কলকাতার গুণগান করা ভোটের মুখ চেয়েই।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:02:47 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG