অ্যাকসেসিবিলিটি লিংক

মনোরোগীদের বীমার আওতায় কেন নিয়ে আসা হয়নি নোটিস ভারতের শীর্ষ আদালতের


মনোরোগীদের বীমার আওতায় কেন নিয়ে আসা হয়নি? মানসিক স্বাস্থ্য সংক্রান্ত এক মামলায় সে কথা জানতে চেয়ে কেন্দ্র ও ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা আইআরডিএ (IRDA)-কে নোটিস দিল ভারতের শীর্ষ আদালত। প্রসঙ্গত বলা যেতে পারে কুমার বনসাল নামে এক আইনজীবী মনোরোগী ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত একটি মামলা দায়ের করেন। এই মামলা ওঠে বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি নবীন সিনহা ও বিচারপতি বি আর গাবাইয়ের বেঞ্চে। মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনের নানা ধারা যে বীমা সংস্থাগুলি লঙ্ঘন করছে, সেই বিষয়টি আদালতে তুলে ধরেন মামলাকারী। তিনি আদালতে সওয়াল করেন, “অন্যান্য শারীরিক অসুস্থতাকে যদি বীমার আওতায় নিয়ে আসা হয়, তাহলে কেন মনোরোগের ক্ষেত্রেও সেই সুবিধা দেওয়া হবে না।” তারপরেই তিনি জানান, “মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৭-এর ২১ ধারা লঙ্ঘন করেছে বীমা সংস্থাগুলি। এই আইনে বলা রয়েছে, মানসিক রোগীর সঙ্গে কোনওরকম বৈষম্য করা যাবে না স্বাস্থ্যবীমা বা জীবনবীমার ক্ষেত্রে।”তিনি আরও জানান, “ভারতীয় সংসদ জানিয়েছে বীমার আওতায় আনার ক্ষেত্রে মনোরোগীদেরও অন্যান্য রোগীদের মতো সুবিধা দিতে হবে। কিন্তু আরটিআই-এ দেখা গিয়েছে, বেশিরভাগ বীমা সংস্থা মনোরোগকে বীমার আওতায় নিয়ে আসে না।” আইনজীবী জানান, “আইন থাকা সত্ত্বেও আইআরডিএ এই বিষয়ে বীমা সংস্থাগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করে না।” তাঁর অভিযোগ, আইআরডিএ নিজেই বৈষম্য করে মনোরোগীদের সঙ্গে। এই বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেন। সওয়াল জবাবের পর শীর্ষ আদালতের তরফে কেন্দ্র ও আইআরডিএ-কে নোটিস দিয়ে এই বিষয়ের জবাব চাওয়া হয়েছে বলেই সংশ্লিষ্ট সূত্রের খবর।


XS
SM
MD
LG