অ্যাকসেসিবিলিটি লিংক

পুরীর রথযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা জারি ভারতের সুপ্রিম কোর্টের


করোনা সংক্রমণের জেরে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরীর রথযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। রথযাত্রা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতি খারাপ হতে পারে। সেই আশঙ্কা করেই রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত।আগামী ২৩ জুন হওয়ার কথা ছিল রথযাত্রার। তার আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার খাতিরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে কয়েকদিন আগে, মানুষের বদলে হাতি দিয়ে রথ টানার কথা ভেবে দেখছিল রথযাত্রার সংগযঠকরা। প্রাচীন কালে, হাতি দিয়ে রথ টানার রীতি ছিল। তাই প্রশাসনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু, সুপ্রিম কোর্টের রায় সব জল্পনা ও আশঙ্কার অবসান ঘটল।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00


XS
SM
MD
LG