অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে রাম মন্দির তৈরির কাজ আপাতত বন্ধ


ভারত-চীন সীমান্ত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মন্দিরের অছি পরিষদ আজ এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছে, কবে রাম মন্দির তৈরি শুরু হবে সেটা পরিস্থিতি বিবেচনা করে পরে জানানো হবে। মনে থাকতে পারে, অযোধ্যার রাম জন্মভূমি ক্ষেত্রে গত ১০ই জুন ভিত পূজার মাধ্যমে রাম মন্দির নির্মাণের সূচনা করা হয়েছিল। মন্দির তৈরির ভার যাদের উপর ন্যস্ত, সেই ট্রাস্টের সাধুরা শিবের পূজার্চনার মাধ্যমে প্রাথমিক কাজ শুরু করেছিলেন। উদ্যোক্তাদের ইচ্ছে ছিল শিগগিরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা। মন্দির ট্রাস্টের অধিকর্তারা তখন ঘোষণা করেছিলেন, বছর দুয়েকের মধ্যেই মন্দির নির্মাণ সম্পূর্ণ করা হবে। খুঁটিনাটি কাজগুলো, যেমন পাথর খোদাই, মন্দিরের স্তম্ভ এবং অন্যান্য পাথরের খণ্ড খোদাই করা ইত্যাদি, যা মন্দিরের ৪০% কাজ বলা যেতে পারে, তা ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। সুতরাং বাকিটা করতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু এমনিতেই প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত থাকায় মন্দিরের শিলান্যাস করার জন্য তাঁর সময় পাওয়া যাচ্ছিল না। তার মধ্যেই চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষ এখন যেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাতে মন্দির নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হলে জনগণের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এই ভেবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো আপাতত অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:33 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG