অ্যাকসেসিবিলিটি লিংক

করোনার কারণে আবার থমকে গেল ভারতের রেলের চাকা


করোনার কারণে আবার থমকে গেল ভারতের রেলের চাকা। বিভিন্ন শর্তাবলিকে সঙ্গী করে ঘরোয়া বিমান চলাচল শুরু হলেও সংশ্লিষ্ট সূত্রের খবর, অগাস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পুনরায় শুরু হচ্ছ না রেল পরিষেবা। জানা গিয়েছে, যাঁরা অগ্রিম টিকিট বুকিং করেছিলেন, তাঁদের পুরো টাকা ফেরত দিতে সব জোনকে নির্দেশ দিয়েছে রেলমন্ত্রক। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের সবকটি জোনকে একটি নির্দেশিকার মাধ্যমে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে, অবিলম্বে ১৪ এপ্রিল পর্যন্ত বুকিং হওয়া টিকিট বাতিল করে গ্রাহকদের পুরো টাকা ফেরত দিতে।সংশ্লিষ্ট সূত্রের খবর, বর্তমানে দেশে ২৩০টির মতো দূরপাল্লার (মেল ও এক্সপ্রেস) ট্রেন চালু রয়েছে। অধিকাংশই স্পেশাল ট্রেন হিসেবে পরিষেবা দিচ্ছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রয়োজনে আরও বেশি ট্রেনকে স্পেশাল হিসেবে চালানো যেতে পারে।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00


XS
SM
MD
LG